Coming soon:
নতুন কোর্স 'ওয়েব ডেভেলপমেন্ট বেসিকস' এখন উপলব্ধ! আগামী সপ্তাহে লাইভ Q&A সেশন - যোগ দিতে ভুলবেন না! আমাদের কমিউনিটি ফোরামে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর পান। EduFlixB মোবাইল অ্যাপ শীঘ্রই আসছে! শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় - বিস্তারিত জানতে লগইন করুন।

বিসিএস (BCS - Bangladesh Civil Service)

১০তম বিসিএস প্রিলি

১০তম বিসিএস প্রিলি প্রশ্নপত্রের সমাধান

1. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল -
ক. লক্ষণ সেন
খ. ইলয়াস শাহ
গ. আকবর
ঘ. বিজয় সেন

উত্তর :আকবর

2. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতবাদ'?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. আকবর
ঘ. জাহাঙ্গীর

উত্তর : হুমায়ুন

3. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের নাট্যকার কে?
ক. কবীর চৌধুরী
খ. মুনীর চৌধুরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. কবি জসীমউদ্দীন

উত্তর : মুনীর চৌধুরী


4. ‘অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
ক. ধূমকেতু
খ. বিদ্ৰোহী
গ. প্রলয়োল্লাস
ঘ. অগ্রপথিক

উত্তর : প্রলয়োল্লাস

5. বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিষ্ণু দে
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

6. বাংলায় কোরান শরিফের প্রথম অনুবাদক কে ?
ক. কেশব চন্দ্ৰ সেন
খ. গিরিশ চন্দ্র সেন
গ. মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
ঘ. মাওলানা আকরাম খাঁ

উত্তর : গিরিশ চন্দ্ৰ সেন





7.'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত
ক. কবিতার নাম
খ. গল্প সংকলনের নাম
গ. উপন্যাসের নাম
ঘ. কাব্য সংকলনের নাম

উত্তর :উপন্যাসের নাম

৪. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'র রচিয়তা -
ক. শামসুর রহমান
খ. আলতাফ মাহমুদ
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আবদুল গাফফার চৌধুরী

উত্তর :আবদুল গাফফার চৌধুরী

9. 'কবর' নাটক কার রচনা?
ক. শহীদুল্লাহ কায়সার
খ.জহির রায়হান গ. মুনীর চৌধুরী
ঘ. সত্যেন সেন
উত্তর : মুনীর চৌধুরী

10. .টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
ক. ৫০%
খ. ৩০%
গ. ৩৩%
ঘ. ৩১%
উত্তর : ৫০%

11. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল?
ক. ২২%
খ. ২৫%
গ. ২০%
ঘ. ৩০%
উত্তর : ২০%

12. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ কছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ১২.৫০ টাকা
খ. ২০ টাকা
গ. ২৫ টাকা
ঘ. ১৫ টাকা
উত্তর : ২৫ টাকা

13. (.1 x .01 × .001)/(.2 x .02 x .002) এর মান কত ?
ক. ১/৮০
খ. ১/৮০০
গ. ১/৮০০০
ঘ. ১/৮
উত্তর : ১/৮





14. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ তাদের লসাগু ৯৬ হলে গ.সা.গু কত?
ক. ১৬
খ. ২৪
গ. ৩২
ঘ. ১২
উত্তর : ১৬

15. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?
ক. ১১টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ৯টি
উত্তর : ১০টি

16. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
ক. ২৩
খ. ২৪.৫
গ. ২৫
ঘ. ২৬.৫
উত্তর : ২৫

17. কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?
ক. ১৪০ টাকা
খ. ১২০ টাকা
গ. ১৪৪ টাকা
ঘ. ১২৪ টাকা
উত্তর : ১৪৪ টাকা


18. নিচের কোন সংখ্যাটি মৌলিক
ক. ৯১
খ. ১৪৩
গ. ৪৭
ঘ. ৮৭
উত্তর :৪৭

19. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩, ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
ক. ৭০
খ. ৮০
গ. ৯০
ঘ. ৯৮
উত্তর : ৮০

20. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে
ক. মূল মধ্যরেখা
খ. কর্কটক্রান্তি রেখা
গ. মকরক্রান্তি রেখা
ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তর : কর্কটক্রান্তি রেখা

21. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল
ক. ইংরেজ
খ. পর্তুগিজ
গ. ফরাসি
ঘ. ডাচ
উত্তর :পর্তুগিজ

22. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?
ক. আয়োডিন
খ. লৌহ
গ. ভিটামিন
ঘ. ক্যালসিয়াম
উত্তর : লৌহ





23. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে
ক. অক্সিজেন ও গ্লুকোজ
খ. অক্সিজেন ও রক্তের আমিষ
গ. ইউরিয়া ও গ্লুকোজ
ঘ. এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড
উত্তর : অক্সিজেন ও গ্লুকোজ

24. 'অগ্নিশ্বর', 'কানাইবাসী', 'মোহনবাসী' ও 'বীটজব' কী জাতীয় ফলের নাম ?
ক. পেয়ারা
খ. কলা
গ. পেঁপে
ঘ. জামরুল
উত্তর :কলা

25. সংকর ধাতু পিতলের উপাদান?
ক. তামা ও টিন
খ. তামা ও দস্তা
গ. তামা ও নিকেল
ঘ. তামা ও সিসা
উত্তর : তামা ও দস্তা

26. প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি। কারণ_
ক. রান্নার জন্য শুধু তাপ নয়, চাপও কাজে লাগে
খ. উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
গ. সঞ্চিত বাষ্পের তাপ দ্রুত রান্নায় সহায়তা করে
ঘ. বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উত্তর : উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়




27. নবায়নযোগ্য শক্তির উৎস –
ক. সূর্যরশ্মি
খ. পীট কয়লা
গ. পেট্রল
ঘ. প্রাকৃতিক গ্যাস
উত্তর : সূর্যরশ্মি

28. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ
ক. এদের মূলে অনেক বায়ুকুঠুরী আছে
খ. এদের কান্ড পাতার তুলনায় হালকা
গ. এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
ঘ.কোনটিই নয়
উত্তর : এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে

29. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?
ক. পেট্রোলিয়াম
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. বায়োগ্যাস
উত্তর : বায়োগ্যাস

30. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
ক. মহাকর্ষণ বলের জন্য
খ. মধ্যাকর্ষণ বলের জন্য
গ. আমরা স্থির থাকার জন্য
ঘ. পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য
উত্তর : মধ্যাকর্ষণ বলের জন্য

31. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ –
ক. বিদ্যুৎ এর অপচয় কম হয়
খ. পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
গ. অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
ঘ. প্রয়োজন যত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
উত্তর :বিদ্যুৎ এর অপচয় কম হয়

32. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে –
ক. তামার দন্ড ও দস্তার পাত
খ. তামার পাত ও দস্তার পাত
গ. কার্বন দন্ড ও দস্তার কৌটা
ঘ. তামার দন্ড ও দস্তার কৌটা
উত্তর : কার্বন দন্ড ও দস্তার কৌটা

33. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় -
ক. আয়না বায়ু
খ. প্রত্যায়ন বায়ু
গ. মৌসুমী বায়ু
ঘ. নিয়ত বায়ু
উত্তর : নিয়ত বায়ু
34. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা –
ক. তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
খ. তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
গ. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
ঘ. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
উত্তর : তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
35. মাছ অক্সিজেন নেয় -
ক. মাঝে মাঝে পানির উপর নাক তুলে
খ. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
গ. পটকার মধ্যে জমানো বাতাস হতে
ঘ. পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
উত্তর :পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

36. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল -
ক. লাল, হলুদ, সবুজ
খ. লাল, কমলা,বেগুণী
গ. হলুদ, সবুজ, নীল
ঘ.লাল, আসমানী, সবুজ
উত্তর : লাল, আসমানী, সবুজ

37. What is the meaning of 'White Elephant'?
ক.An elephant of white color
খ. A hoarder
গ. A black marketer
ঘ. A very costly or troublesome possession
উত্তর : A very costly or troublesome possession

38. What kind of noun is girl ?
ক. Proper
খ. Common
গ. Collective
ঘ. Material
উত্তর : Common

39. What kind noun is Cattle ?
ক. Proper
খ. Common
গ. Collective
ঘ. Material
উত্তর : Collective

40. 'Animal Farm' was written by _.
ক. George Orwell
খ. Stevenson
গ. Swift
ঘ. Mark Twain
উত্তর :George Orwell

41. Who is author of 'India wins freedom'?
ক. Mahataama Gandhi
খ. J. L.Nehru
গ. Abul Kamal azad
ঘ.Moulana Akram Khan
উত্তর : Abul Kamal azad

42. 'উভয়কুল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
ক. কারো পৌষ মাস, কারও সর্বনাশ
খ. চাল না চুলো, ঢোকা না কুলো
গ. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
ঘ. বোঝার উপরে শাকের আঁটি
উত্তর :সাপও মরে, লাঠিও না ভাঙ্গে





43. ক্রিয়াপদের মূল অংশকে বলে—
ক. বিভক্তি
খ. ধাতু
গ. প্রত্যয়
ঘ.কৃৎ
উত্তর : ধাতু

44. গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
ক. শবপোড়া
খ. যড়াদাহ
গ. শবদাহ
ঘ. শবমড়া
উত্তর : শবদাহ

45. 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ কর -
ক. রত্মা + কর
খ. রত্ন + কর
গ. রত্মা + আকার
ঘ. রত্ম + আকর
উত্তর : রত্ম + আকর

46. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
ক. পাকা পাকা আম
খ. ছি ছি কী করছে?
গ. নরম নরম হাতn
ঘ. উড়ু উড়ু মন
উত্তর : পাকা পাকা আম

47. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
ক. যত গর্জে তত বৃষ্টি হয় না
খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
গ. নাচতে না জানলে উঠান বাঁকা
ঘ.যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
উত্তর : অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট



48. কোনটি তদ্ভব শব্দ?
ক. চাঁদ
খ. সূর্য
গ. গগন
ঘ.নক্ষত্র
উত্তর : চাঁদ


49. শুদ্ধ বানান কোনটি ?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মূমুর্ষু
ঘ. মূমুর্ষ
উত্তর : মুমূর্ষু

50. 'আনারস' ও 'চাবি' শব্দ দু'টি বাংলা ভাষা গ্রহণ করেছে –
ক. পর্তুগিজ ভাষা হতে
খ. আরবী ভাষা হতে
গ. দেশী ভাষা হতে
ঘ. ওলন্দাজ ভাষা হতে
উত্তর :পর্তুগিজ ভাষা হতে

51. কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয় ?
ক. তিনিই সমাজের মাথা
খ. যাথা খাটিয়ে কাজ করবে
গ. লজ্জায় মাথা মাথা কাটা গেল
ঘ. যাথা নেই তার মাথা ব্যাথা
উত্তর : মাথা খাটিয়ে কাজ করবে

52. শুদ্ধ বাক্য কোনটি ?
ক.দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
খ. দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
গ. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ঘ.দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
উত্তর : দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

53. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
ক. ১২০৬
খ. ১৩১০
গ. ১৬১০
ঘ. ১৫২৬
উত্তর : ১৬১০

54. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?
ক. দুটি কৃষি যন্ত্রপাতির নাম
খ. দুটি কৃষি সংস্থায়ের নাম
গ. উন্নত জাতের গম শস্য
ঘ. কৃষি খামারের নাম
উত্তর :উন্নত জাতের গম শস্য

55. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-
ক. ড.রমেশচনদ্র মজুমদার
খ. ড.মাহমুদ হাসান
গ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
ঘ. স্যার এ এফ রহমান
উত্তর : স্যার এ এফ রহমান

56. পূর্বাশা দ্বীপের অপর নাম
ক. নিঝুম দ্বীপ
খ. সন্দ্বীপ
গ. দক্ষিণ তালপট্টি
ঘ. কুতুবদিয়া
উত্তর :দক্ষিণ তালপট্টি

57. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
ক. সোনারগাঁয়ে
খ. মহাস্থানগর
গ. রংপুর
ঘ. সিলেট
উত্তর : সোনারগাঁয়ে

58. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
ক. ইরান
খ. সৌদি আরব
গ. কুয়েত
ঘ. ইরাক
উত্তর : ইরাক

59. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?
ক. ১৭০০ সালে
খ. ১৭৬২ সালে
গ. ১৭৯৩ সালে
ঘ. ১৯৬৫ সালে
উত্তর : ১৭৯৩ সালে

60. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন
ক. শায়েস্তা খাঁ
খ. নওয়াব সলিমুল্লাহ
গ. মির্জা আহমেদ জান
ঘ.মির্জা গোলাম পীর
উত্তর :মির্জা আহমেদ জান

61. বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে –
ক. বিজয়পুরে
খ. রাণীগঞ্জে
গ. টেকেরহাটে
ঘ. বিয়ানীবাজারে
উত্তর: বিজয়পুরে


62. পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?
ক.সোমপুর বিহার
খ. ধর্মপাল বিহার
গ. জগদ্দল বিহার
ঘ.শ্রী বিহার
উত্তর : সোমপুর বিহার

63. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?
ক. মহাস্থানগড়ে
খ. শাহজাদপুরে
গ. নেত্রকোণায়
ঘ. রামপালে
উত্তর :মহাস্থানগড়ে



64. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. কোরিয়া
ঘ. কিউবা
উত্তর : যুক্তরাষ্ট্র

65. 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত ?
ক. ইরান
খ. ইরাক
গ. মিশর
ঘ. সিরিয়া
উত্তর :ইরাক

66. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
ক. ইতালি
খ. স্পেন
গ. তুরস্ক
ঘ. গ্রীস
উত্তর : তুরস্ক

67. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে –
ক. ১৯৪২ সালের নভেম্বর মাসে
খ. ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
গ. ১৯৪৫ সালের এপ্রিল মাসে
ঘ. ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
উত্তর :১৯৪৫ সালের এপ্রিল মাসে

68. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম –
ক. কাশাভুবু
খ. প্যাট্রিক লুমুম্বা
গ. শোম্বে
ঘ.যবুতু
উত্তর : প্যাট্রিক লুমুম্বা

69. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল –
ক. ১৯৪৫ সালের আগষ্ট মাসে
খ. ১৯৪৫ সালের মে মাসে
গ. ১৯৪৪ সালের সেপ্টম্বর মাসে
ঘ. ১৯৪৪ সালের আগষ্ট মাসে
উত্তর : ১৯৪৫ সালের আগষ্ট মাসে


70. যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে –
ক. ব্রিটেন
খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র
ঘ. সোভিয়েত
উত্তর :যুক্তরাষ্ট্র

71. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দী ছিল
ক.ফিলিপাইন
খ. জাপান
গ. ইন্দোনেশিয়া
ঘ.থাইল্যান্ড
উত্তর : জাপান

72. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
ক. পেরেজ দ্য কুয়েলার
খ.কুর্টওয়ান্ডহইয
গ. ট্রাইগভে লাই
ঘ.উ থান্ট
উত্তর :ট্রাইগভে লাই

73. IMF এর সদর দপ্তর কোথায়?
ক.নিউইয়র্ক
খ. ওয়াশিংটন ডিসি
গ. জেনেভা
ঘ. হেগ
উত্তর : ওয়াশিংটন ডিসি

74. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত
ক. রিয়াদ
খ. জেদ্দা
গ. দামেস্ক
ঘ. মক্কা
উত্তর : জেদ্দা

75. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় –
ক. ওয়েষ্ট মিনিষ্টার এ্যাবে
খ. হোয়াইট হল
গ. মার্বেল চার্চ
ঘ. বুশ হাউজ
উত্তর : হোয়াইট হল

76. পিএলও(PLO)-এর সদর দপ্তর হল -
ক. রামাল্লা
খ. রাবাত
গ. বেনগাজি
ঘ. মরক্কো
উত্তর :রামাল্লা

77. সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় –
ক. ১৯৮৪
খ. ১৯৮৭
গ. ১৯৮৫
ঘ. ১৯৮৬
উত্তর : ১৯৮৫


78. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা – (২০১২)
ক. ১৫৬
খ. ১৫৭
গ. ১৫৮
ঘ. ১৯৩
উত্তর : ১৯৩

79. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়
ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
খ. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
উত্তর : সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার



80. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
ক. ১৭ এপ্রিল ১৯৭১
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১
ঘ. ১০ জানুয়ারি ১৯৭১
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১

81. a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত ?
ক. 2
খ. 3
গ. 4
ঘ. 5
উত্তর :4

82. যদি (x-5)(a+x) = x2-25 হয়, তবে a এর মান কত ?
ক. -৫
খ. ৫
গ. ২৫
ঘ.-২৫
উত্তর : ৫

84. What is the synonym of 'competent"?
ক. Circumspect
খ. Capable
গ. Discrete
ঘ. Prudent
উত্তর : Capable

85. What is antonym of 'jovial'?
ক. Jolly
খ. Jealous
গ. Gay
ঘ. Happy
উত্তর : Jealous

86. What is antonym of 'Gentle'?
ক. Harsh
খ. Clever
গ. Modest
ঘ. Rude
উত্তর : Rude

87. ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি —
ক. সমকোণী
খ. স্থূলকোণী
গ. সমবাহু
ঘ. সক্ষ্মকোণী
উত্তর :সমকোণী

89. I am not bad - tennis.
ক. in
খ. at
গ. about
ঘ. with
উত্তর : at

90. Choose the correct alternative to correct the sentence. He........... to see us if he had been able to
ক. would come
খ. would have come
গ. may have come
ঘ. may come
উত্তর : would have come

91. Choose the appropriate alternative to complete the sentence. He had a…….of fever.
ক. severe attack
খ. strong attack
গ. bad attack
ঘ. serious attack
উত্তর : severe attack

92. Choose the correct answer. How long did you wait ?
ক. Till launch time
খ. Till he came
গ. until six O' clock
ঘ.Since this morning
উত্তর : Till he came

93. Choose the correct sentence -
ক. The man that said that was a fool
খ. The man who said that was a fool
গ. The man said that was a fool
ঘ.The man which said that was a fool
উত্তর : The man who said that was a fool

94. Choose the correct sentence -
ক. A few of the three boys got a prize
খ. Each of three boys got a prize
গ. Every of the three boys got a prize
ঘ. All of the three boys got a prize
উত্তর : Each of three boys got a prize

95. Choose the correct sentence
ক. I asked javed had he passed
খ. I asked javed if you had passed
গ. I asked javed if he had passed
ঘ. I asked Javed that had he passed
উত্তর : I asked javed if he had passed


96. কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
ক. নিখুঁত
খ. আনমনা
গ. অবহেলা
ঘ. নিমরাজি
উত্তর : নিমরাজি

97. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?
ক. শামীম সিকদার
খ. সৈয়দ আব্দুল্লাহ খান
গ. হামিদুজ্জামান খান
ঘ.আব্দুস সুলতান
উত্তর : হামিদুজ্জামান খান





98. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়
ক. ১৭ এপ্রিল ১৯৭১
খ. ১৬ ডিসেম্বর ১৯৭২
গ. ৭ মার্চ ১৯৭২
ঘ.২৬ মার্চ ১৯৭৩
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২


বিসিএস (BCS - Bangladesh Civil Service) August 8, 2025, 9:39 pm