Post Details
প্রশ্ন ১:
১৯৯১ সালের Business International-এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি -
ক) টোকিওতে
খ) নিউইয়র্কে
গ) তেহরানে
ঘ) আবিদজানে

উত্তর: ক) টোকিওতে

ব্যাখ্যা: ডিসেম্বর ২০২২ ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (EIU) এর বার্ষিক জরিপে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় যৌথভাবে স্থান পেয়েছে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েলের শহর তেল আবিব এবং চতুর্থ স্থানে রয়েছে হংকং শহর।

প্রশ্ন ২:
উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা -
ক) আইবিএম
খ) জেনারেল মটরস
গ) রয়াল ডাচ/শেল
ঘ) ইক্সন

উত্তর: ক) আইবিএম

ব্যাখ্যা: ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) কর্পোরেশন একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। ১৭০টি দেশে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করে, যার সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।

প্রশ্ন ৩:
আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -
ক) ইউরোপে
খ) উত্তর আমেরিকায়
গ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
ঘ) মধ্য এশিয়ায়

উত্তর: গ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে

ব্যাখ্যা: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট ২০২২ অনুসারে গড় আয়ুতে শীর্ষ দেশ হংকং (৮৫.৫ বছর)। অঞ্চল হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এগিয়ে।

প্রশ্ন ৪:
১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
ক) ভারতে
খ) পাকিস্তানে
গ) শ্রীলংকায়
ঘ) বাংলাদেশে

উত্তর: খ) পাকিস্তানে (তৎকালীন প্রেক্ষাপটে)

ব্যাখ্যা: বর্তমানে জনপ্রতি বিদ্যুৎ খরচে শীর্ষে রয়েছে চীন (২০২১)।

প্রশ্ন ৫:
১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
ক) ফিলিপাইন
খ) জাপান
গ) চীন
ঘ) ভারত

উত্তর: ঘ) ভারত

ব্যাখ্যা: তৎকালীন সমীক্ষা অনুসারে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী এশীয়দের মধ্যে ভারতীয়দের সংখ্যা ছিল সর্বাধিক।

প্রশ্ন ৬:
১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ -
ক) চীন
খ) যুক্তরাষ্ট্র
গ) পাকিস্তান
ঘ) থাইল্যান্ড

উত্তর: ঘ) থাইল্যান্ড

ব্যাখ্যা: FAO এর Food Outlook 2022 অনুসারে, চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত, দ্বিতীয় থাইল্যান্ড এবং তৃতীয় ভিয়েতনাম।

প্রশ্ন ৭:
‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সম্প্রতি উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রয়োগ করার বিবেচনা করে?
ক) জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
খ) জেলখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
গ) পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
ঘ) আলজেরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের প্রযুক্তি বিক্রয়

উত্তর: খ) জেলখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি

ব্যাখ্যা: মানবাধিকার সংস্থা 'এশিয়া ওয়াচ' চীনে জেলবন্দীদের দিয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য রপ্তানির বিষয়টি উদ্ঘাটন করে, যা নিয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবে।

প্রশ্ন ৮:
এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ (ESCAP) সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
ক) APEC
খ) SAARC
গ) ASEAN
ঘ) OIC

উত্তর: ক) APEC

ব্যাখ্যা: এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম যা এশিয়া-প্যাসিফিকের ক্রমবর্ধমান আন্তঃনির্ভরতাকে কাজে লাগানোর জন্য ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন ৯:
‘জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড’ (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
ক) প্রায় ৭৫ শতাংশ
খ) প্রায় ৮০ শতাংশ
গ) প্রায় ৮৫ শতাংশ
ঘ) প্রায় ৯০ শতাংশ

উত্তর: খ) প্রায় ৮০ শতাংশ (তৎকালীন প্রেক্ষাপটে)

ব্যাখ্যা: GATT ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) রূপান্তরিত হয়। বর্তমানে WTO বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশের বেশি অংশের তদারকি করে।

প্রশ্ন ১০:
মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
ক) এনডিএল
খ) এলএনডি
গ) এনএলডি
ঘ) বিএসপিপি

উত্তর: গ) এনএলডি

ব্যাখ্যা: অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (NLD) ১৯৯০ সালের নির্বাচনে জয়ী হলেও সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করেনি।

প্রশ্ন ১১:
১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
ক) ২ অক্টোবর (সকালে)
খ) ২ অক্টোবর (মাঝরাতে)
গ) ১ অক্টোবর (দুপুরে)
ঘ) ৩ অক্টোবর (মাঝরাতে)

উত্তর: ঘ) ৩ অক্টোবর (মাঝরাতে)

ব্যাখ্যা: ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের পর ১৯৯০ সালের ৩রা অক্টোবর দুই জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়।

প্রশ্ন ১২:
‘ইউনিডো’ (UNIDO)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক) টোকিও
খ) প্যারিস
গ) নিউইয়র্ক
ঘ) ভিয়েনা

উত্তর: ঘ) ভিয়েনা

ব্যাখ্যা: UNIDO (United Nations Industrial Development Organization)-এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

প্রশ্ন ১৩:
পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
ক) নিউইয়র্ক
খ) প্যারিস
গ) জেনেভা
ঘ) ভিয়েনা

উত্তর: ক) নিউইয়র্ক

ব্যাখ্যা: ১৯৮৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ নিউইয়র্কে এই বিষয়ে রেজুলেশন গ্রহণ করে।

প্রশ্ন ১৪:
‘International Institute on Ageing’ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
ক) জেনেভা
খ) রোম
গ) প্যারিস
ঘ) ভ্যালেটা

উত্তর: ঘ) ভ্যালেটা

ব্যাখ্যা: জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই প্রতিষ্ঠানটি মাল্টার রাজধানী ভ্যালেটায় প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন ১৫:
কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) লেনদেন শুরু হয়?
ক) ১৯৬৬ সাল থেকে
খ) ১৯৬৭ সাল থেকে
গ) ১৯৬৮ সাল থেকে
ঘ) ১৯৮৯ সাল থেকে

উত্তর: ক) ১৯৬৬ সাল থেকে

ব্যাখ্যা: এশীয় উন্নয়ন ব্যাংক ১৯৬৬ সালের ২২শে আগস্ট প্রতিষ্ঠা লাভ করে এবং একই বছরের ১৯শে ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে।

প্রশ্ন ১৬:
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
ক) কুয়েত
খ) নাইজেরিয়া
গ) সৌদি আরব
ঘ) ভেনিজুয়েলা

উত্তর: ঘ) ভেনিজুয়েলা

ব্যাখ্যা: ১৯৬০ সালে ভেনিজুয়েলার উদ্যোগে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক গঠিত হয়।

প্রশ্ন ১৭:
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার (IUCN) প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) জাপানের নাগাসাকিতে
খ) অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
গ) রাশিয়ার আশখাবাদে
ঘ) কানাডার ভেঙ্কুবারে

উত্তর: গ) রাশিয়ার আশখাবাদে

ব্যাখ্যা: IUCN ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত। আশখাবাদ বর্তমানে তুর্কমেনিস্তানের রাজধানী।

প্রশ্ন ১৮:
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?
ক) UNDP
খ) UNFPA
গ) UNEP
ঘ) UNICEF

উত্তর: ক) UNDP

ব্যাখ্যা: UNDP বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক ও মানবসম্পদের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে সাহায্য করে এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করে।

প্রশ্ন ১৯:
১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?
ক) মাইকেল চ্যাং
খ) জিন ফিলিপস
গ) মাইকেল স্টিচ
ঘ) পিট সাম্প্রাস

উত্তর: গ) মাইকেল স্টিচ

ব্যাখ্যা: ১৯৯১ সালের উইম্বলডন পুরুষ এককের ফাইনালে জার্মানির মাইকেল স্টিচ শিরোপা লাভ করেন।

প্রশ্ন ২০:
কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?
ক) সিঙ্গাপুর
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) দক্ষিণ কোরিয়া

উত্তর: ঘ) দক্ষিণ কোরিয়া

ব্যাখ্যা: দক্ষিণ-পূর্ব এশীয় ১০টি দেশ নিয়ে আসিয়ান গঠিত। দক্ষিণ কোরিয়া এই জোটের সদস্য নয়।

প্রশ্ন ২১:
‘গোঁফ-খেজুরে’ – এই বাগধারাটির অর্থ কি?
ক) আরামপ্রিয়
খ) উদাসীন
গ) নিতান্ত অলস
ঘ) পরমুখাপেক্ষী

উত্তর: গ) নিতান্ত অলস

ব্যাখ্যা: 'গোঁফে খেজুর পড়ে থাকলেও খায় না যে'—এমন অত্যন্ত অলস ব্যক্তিকে বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।

প্রশ্ন ২২:
কোন দুটি অঘোষ ধ্বনি?
ক) চ, ছ
খ) ড, ঢ
গ) ব, ভ
ঘ) দ, ধ

উত্তর: ক) চ, ছ

ব্যাখ্যা: বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনিগুলো (যেমন ক, খ; চ, ছ) অঘোষ ধ্বনি, কারণ এগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না।

প্রশ্ন ২৩:
কোন বাক্যে ‘ঢাক্ ঢাক্ গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
ক) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
খ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
গ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
ঘ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও

উত্তর: খ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল

ব্যাখ্যা: ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ হলো লুকোচুরি বা গোপন রাখার চেষ্টা। প্রদত্ত বাক্যটিতে এই অর্থটিই প্রকাশ পেয়েছে।

প্রশ্ন ২৪:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম -
ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ) মধুসূদন ও কুমুদিনী
গ) গোবিন্দলাল ও রোহিণী
ঘ) সুরেশ ও অচেলা

উত্তর: গ) গোবিন্দলাল ও রোহিণী

ব্যাখ্যা: 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো গোবিন্দলাল, তাঁর স্ত্রী ভ্রমর এবং বিধবা রোহিণী।

প্রশ্ন ২৫:
‘যা পূর্বে ছিল এখন নেই’ - এক কথায় কি হবে?
ক) অপূর্ব
খ) অদৃষ্টপূর্ব
গ) অভূতপূর্ব
ঘ) ভূতপূর্ব

উত্তর: ঘ) ভূতপূর্ব

ব্যাখ্যা: যা পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, তাকে এক কথায় 'ভূতপূর্ব' বলা হয় (যেমন: ভূতপূর্ব রাষ্ট্রপতি)।

প্রশ্ন ২৬:
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
ক) ধন অপেক্ষা মান বড়
খ) তোমাকে দিয়ে কিছু হবে না
গ) ঢং ঢং ঘণ্টা বাজে
ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে

উত্তর: ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে

ব্যাখ্যা: যে অব্যয় পদ একটি বাক্যের সাথে অন্য একটি বাক্য অথবা বাক্যের দুটি পদের সংযোজন বা বিয়োজন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। এখানে 'নতুবা' দুটি বাক্যকে যুক্ত করেছে।

প্রশ্ন ২৭:
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
ক) ১৯৫১
খ) ১৯৬১
গ) ১৯৭১
ঘ) ১৯৮১

উত্তর: খ) ১৯৬১

ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। তাই তাঁর জন্মশতবার্ষিকী ১৯৬১ সালে পালিত হয়।

প্রশ্ন ২৮:
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
ক) জিঞ্জির - কাজী নজরুল ইসলাম
খ) সাত সাগরের মাঝি – ফররুখ আহমদ
গ) দিলরুবা – আবদুল কাদির
ঘ) নূরনামা – আবদুল হাকিম

উত্তর: খ) সাত সাগরের মাঝি – ফররুখ আহমদ

ব্যা kyrkbyn: ফররুখ আহমদের 'সাত সাগরের মাঝি' কাব্যে মুসলিম ঐতিহ্য ও ইসলামের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়েছে।

প্রশ্ন ২৯:
‘অনল প্রবাহ’ রচনা করেন -
ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
খ) মোজাম্মেল হক
গ) এয়াকুব আলী চৌধুরী
ঘ) মুনিরুজ্জামান ইসলামাবাদী

উত্তর: ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

ব্যাখ্যা: 'অনল প্রবাহ' মুসলিম জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।

প্রশ্ন ৩০:
কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) আমি ভাত খাচ্ছি
খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ) আমি দুপুরে ভাত খাই
ঘ) তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

উত্তর: ক) আমি ভাত খাচ্ছি এবং গ) আমি দুপুরে ভাত খাই (উভয়ই সঠিক)

ব্যাখ্যা: যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। 'খাচ্ছি' এবং 'খাই' উভয় ক্রিয়াপদই বাক্যকে সম্পূর্ণ করেছে।

প্রশ্ন ৩১:
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ -
ক) ধূসর পাণ্ডুলিপি
খ) নাম রেখেছি কোমল গান্ধার
গ) একক সন্ধ্যায় বসন্ত
ঘ) অন্ধকারে একা

উত্তর: ক) ধূসর পাণ্ডুলিপি

ব্যাখ্যা: 'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬) জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ।

প্রশ্ন ৩২:
‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে -
ক) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
খ) বনের পশু বনে থাকতেই ভালোবাসে
গ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ) প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম

উত্তর: গ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

ব্যাখ্যা: এই উক্তিটির মাধ্যমে বোঝানো হয়েছে যে, প্রত্যেক জীব বা বস্তুর সৌন্দর্য তার নিজস্ব ও স্বাভাবিক পরিবেশেই সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায়।

প্রশ্ন ৩৩:
কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
ক) ওরা কি করে
খ) আপনি আসবেন
গ) আমরা যাচ্ছি
ঘ) তোরা খাসনে

উত্তর: ক) ওরা কি করে

ব্যাখ্যা: বক্তা ও শ্রোতা ছাড়া অন্য সকল ব্যক্তি বা বস্তু নাম পুরুষ বা প্রথম পুরুষ। 'ওরা' এখানে নাম পুরুষ।

প্রশ্ন ৩৪:
মধ্যপদলোপী কর্মধারয়-এর দৃষ্টান্ত -
ক) ঘর থেকে ছাড়া - ঘরছাড়া
খ) অরুণের মতো রাঙা - অরুণরাঙা
গ) হাসিমাখা মুখ - হাসিমুখ
ঘ) ক্ষণ ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী

উত্তর: গ) হাসিমাখা মুখ - হাসিমুখ

ব্যাখ্যা: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এখানে 'হাসিমাখা মুখ' থেকে 'মাখা' পদটি লোপ পেয়ে 'হাসিমুখ' হয়েছে।

প্রশ্ন ৩৫:
কোনটি ঐতিহাসিক নাটক?
ক) শর্মিষ্ঠা
খ) রাজসিংহ
গ) পলাশীর যুদ্ধ
ঘ) রক্তাক্ত প্রান্তর

উত্তর: ঘ) রক্তাক্ত প্রান্তর

ব্যাখ্যা: মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির কাহিনী পানিপথের তৃতীয় যুদ্ধের উপর ভিত্তি করে লেখা হয়েছে, তাই এটি একটি ঐতিহাসিক নাটক।

প্রশ্ন ৩৬:
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে -
ক) মহাকাব্যে
খ) নাটকে
গ) পত্রকাব্যে
ঘ) সনেটে

উত্তর: ঘ) সনেটে

ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত তাঁর 'চতুর্দশপদী কবিতাবলী'র বিভিন্ন সনেটে, বিশেষ করে 'কপোতাক্ষ নদ'-এ, দেশের প্রতি তাঁর গভীর অনুরাগ ও ভালোবাসা প্রকাশ করেছেন।

প্রশ্ন ৩৭:
‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন -
ক) মীর মশাররফ হোসেন
খ) মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ) মোজাম্মেল হক
ঘ) রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

উত্তর: গ) মোজাম্মেল হক

ব্যাখ্যা: 'মোসলেম ভারত' (১৯২০) সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন কবি মোজাম্মেল হক।

প্রশ্ন ৩৮:
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
ক) হাতি / হাতী
খ) নারি / নারী
গ) জাতি / জাতী
ঘ) দাদি / দাদী

উত্তর: ক) হাতি / হাতী এবং ঘ) দাদি / দাদী (উভয়ই সঠিক)

ব্যাখ্যা: বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুযায়ী, কিছু অতৎসম শব্দের ক্ষেত্রে ই-কার (ি) এবং ঈ-কার (ী) উভয়ই শুদ্ধ। যেমন: হাতি/হাতী, দাদি/দাদী, বাড়ি/বাড়ী।

প্রশ্ন ৩৯:
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য -
ক) মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
খ) জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
গ) চাষী-জীবনের করুণ চিত্র
ঘ) চরবাসীদের দুঃখী-জীবন

উত্তর: খ) জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ

ব্যাখ্যা: 'পদ্মানদীর মাঝি' উপন্যাসে পদ্মা নদীর তীরবর্তী জেলে সম্প্রদায়ের কঠিন জীবনযাত্রা, তাদের সুখ-দুঃখ, সামাজিক রীতি-নীতি ও সংগ্রামের এক বাস্তব চিত্র ফুটে উঠেছে।

প্রশ্ন ৪০:
‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।’ এ অংশটুকুর মূল প্রতিপাদ্য -
ক) প্রতিদান
খ) প্রত্যুপকার
গ) অকৃতজ্ঞতা
ঘ) অসহিষ্ণুতা

উত্তর: গ) অকৃতজ্ঞতা

ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের এই অণুকবিতায় সামান্য অবদান রেখে বিশাল প্রতিদান প্রত্যাশা করা বা নিজের ক্ষুদ্র অবদানকে অনেক বড় করে দেখানোর দাম্ভিকতাকে ব্যঙ্গ করা হয়েছে, যা এক ধরনের অকৃতজ্ঞতার প্রকাশ।

প্রশ্ন ৪১:
একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
ক) ২০৬
খ) ৩০৬
গ) ৪০৬
ঘ) ৫০৬

উত্তর: ক) ২০৬

ব্যাখ্যা: একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে মোট ২০৬টি হাড় থাকে।

প্রশ্ন ৪২:
কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
ক) ব্রোমিন
খ) পারদ
গ) আয়োডিন
ঘ) জেনন

উত্তর: ক) ব্রোমিন

ব্যাখ্যা: ব্রোমিন হলো একমাত্র অধাতব মৌলিক পদার্থ যা সাধারণ কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। পারদ তরল হলেও এটি একটি ধাতু।

প্রশ্ন ৪৩:
কোনটি চৌম্বক পদার্থ?
ক) পারদ
খ) বিসমাথ
গ) অ্যান্টিমনি
ঘ) কোবাল্ট

উত্তর: ঘ) কোবাল্ট

ব্যাখ্যা: যে সব পদার্থ চুম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়, তাদের চৌম্বক পদার্থ বলে। লোহা, নিকেল ও কোবাল্ট হলো প্রধান চৌম্বক পদার্থ।

প্রশ্ন ৪৪:
উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায় -
ক) অক্সিজেন কম
খ) ঠাণ্ডা বেশি
গ) বায়ুর চাপ বেশি
ঘ) বায়ুর চাপ কম

উত্তর: ঘ) বায়ুর চাপ কম

ব্যাখ্যা: ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায়, বায়ুর চাপ তত কমতে থাকে। ফলে শরীরের ভেতরের রক্তের চাপ এবং বাইরের বায়ুর চাপের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, যার কারণে নাক দিয়ে রক্তপাত হতে পারে।

প্রশ্ন ৪৫:
কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
ক) ৯ গুণ বাড়বে
খ) ৯ গুণ কমবে
গ) ৩ গুণ বাড়বে
ঘ) ৩ গুণ কমবে

উত্তর: ঘ) ৩ গুণ কমবে

ব্যাখ্যা: সরল দোলকের দোলনকাল (T) মাধ্যাকর্ষণজনিত ত্বরণের (g) বর্গমূলের ব্যস্তানুপাতিক (T ∝ 1/√g)। তাই ত্বরণ ৯ গুণ বাড়লে, দোলনকাল √৯ = ৩ গুণ কমবে।

প্রশ্ন ৪৬:
সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
ক) অর্ধেক হবে
খ) দ্বিগুণ হবে
গ) তিনগুণ হবে
ঘ) চারগুণ হবে

উত্তর: ক) অর্ধেক হবে

ব্যাখ্যা: টানা তারের কম্পাঙ্ক (n) তারের দৈর্ঘ্যের (l) ব্যস্তানুপাতিক (n ∝ 1/l)। সুতরাং, দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক অর্ধেক হয়ে যাবে।

প্রশ্ন ৪৭:
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
ক) শূন্যতায়
খ) লোহায়
গ) পানিতে
ঘ) বাতাসে

উত্তর: খ) লোহায়

ব্যাখ্যা: শব্দের গতি মাধ্যমের ঘনত্বের উপর নির্ভরশীল। কঠিন মাধ্যমে কণাগুলো কাছাকাছি থাকায় শব্দ সবচেয়ে দ্রুত চলাচল করে। লোহা একটি কঠিন পদার্থ হওয়ায় এখানে শব্দের গতি সবচেয়ে বেশি।

প্রশ্ন ৪৮:
মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?
ক) সয়ুজ
খ) এপোলো
গ) ভয়েজার
ঘ) ভাইকিং

উত্তর: ঘ) ভাইকিং

ব্যাখ্যা: ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের নাসা প্রেরিত 'ভাইকিং-১' নভোযানটি প্রথম সফলভাবে মঙ্গলগ্রহে অবতরণ করে।

প্রশ্ন ৪৯:
পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
ক) আইনস্টাইন
খ) ওপেনহাইমার
গ) অটোহ্যান
ঘ) রোজেনবার্গ

উত্তর: খ) ওপেনহাইমার

ব্যা-খ্যা: জে. রবার্ট ওপেনহাইমার 'ম্যানহাটন প্রজেক্ট'-এর বৈজ্ঞানিক পরিচালক ছিলেন এবং তাকে 'পারমাণবিক বোমার জনক' হিসেবে অভিহিত করা হয়।

প্রশ্ন ৫০:
সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
ক) উত্তল
খ) অবতল
গ) জুম
ঘ) সিলিন্ড্রিক্যাল

উত্তর: খ) অবতল

ব্যাখ্যা: সিনেমাস্কোপ প্রজেক্টারে চ্যাপ্টা ছবিকে পর্দায় প্রশস্ত করে দেখানোর জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়।

প্রশ্ন ৫১:
প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর

উত্তর: গ) মহাস্থানগড়

ব্যাখ্যা: বাংলাদেশের সর্বপ্রাচীন নগরী পুণ্ড্রবর্ধনের ধ্বংসাবশেষ বর্তমানে বগুড়া জেলার মহাস্থানগড় নামে পরিচিত।

প্রশ্ন ৫২:
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) নুরুল আমিন
খ) লিয়াকত আলী খান
গ) মোহাম্মদ আলী
ঘ) খাজা নাজিমুদ্দীন

উত্তর: ঘ) খাজা নাজিমুদ্দীন

ব্যাখ্যা: ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন। তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে আন্দোলন তীব্রতর হয়।

প্রশ্ন ৫৩:
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
ক) ১৯৫০ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৫৪ সালে

উত্তর: ক) ১৯৫০ সালে

ব্যাখ্যা: কৃষকদের ওপর জমিদারদের শোষণ-নির্যাতনের অবসানের লক্ষ্যে ১৯৫০ সালে 'পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন' প্রণীত হয়।

প্রশ্ন ৫৪:
প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক) কুষ্টিয়া
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) চাঁপাইনবাবগঞ্জ

উত্তর: ঘ) চাঁপাইনবাবগঞ্জ

ব্যাখ্যা: প্রাচীন গৌড় রাজ্যের রাজধানী গৌড় নগরীর কিছু অংশ বর্তমানে ভারতের মালদহ জেলায় এবং কিছু অংশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।

প্রশ্ন ৫৫:
আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?
ক) ১৯৬৫ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৬৮ সালে

উত্তর: খ) ১৯৬৬ সালে

ব্যাখ্যা: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান বাঙালির 'মুক্তির সনদ' খ্যাত ঐতিহাসিক ছয়-দফা দাবি পেশ করেন।

প্রশ্ন ৫৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৫ সালে

উত্তর: খ) ১৯৫৩ সালে

ব্যাখ্যা: ১৯৫৩ সালের ৬ই জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

প্রশ্ন ৫৭:
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ – গানটির সুরকার কে?
ক) আবদুল লতিফ
খ) আবদুল আহাদ
গ) আলতাফ মাহমুদ
ঘ) মাহমুদুন্নবী

উত্তর: গ) আলতাফ মাহমুদ

ব্যাখ্যা: গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। এর প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ, তবে বর্তমানে প্রচলিত ও জনপ্রিয় সুরটি করেছেন শহীদ আলতাফ মাহমুদ।

প্রশ্ন ৫৮:
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক) হামিদুর রহমান
খ) তানভির কবির
গ) মাইনুল হোসেন
ঘ) মাযহারুল ইসলাম

উত্তর: গ) মাইনুল হোসেন

ব্যাখ্যা: সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

প্রশ্ন ৫৯:
বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
ক) সাত
খ) আট
গ) ছয়
ঘ) পাঁচ

উত্তর: ক) সাত

ব্যাখ্যা: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য মোট সাতজনকে 'বীরশ্রেষ্ঠ' খেতাব প্রদান করা হয়।

প্রশ্ন ৬০:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
ক) সিপাহী
খ) ল্যান্সনায়েক
গ) লেফটেন্যান্ট
ঘ) ক্যাপ্টেন

উত্তর: ক) সিপাহী

ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিপাহী ছিলেন।

প্রশ্ন ৬১:
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
ক) ১৪ ডিসেম্বর
খ) ১৩ ডিসেম্বর
গ) ১২ ডিসেম্বর
ঘ) ১১ ডিসেম্বর

উত্তর: ক) ১৪ ডিসেম্বর

ব্যাখ্যা: ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। তাঁদের স্মরণে এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।

প্রশ্ন ৬২:
বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
ক) ১৬ ফেব্রুয়ারি
খ) ২৭ ফেব্রুয়ারি
গ) ২ মার্চ
ঘ) ৪ মার্চ

উত্তর: খ) ২৭ ফেব্রুয়ারি

ব্যাখ্যা: স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রশ্ন ৬৩:
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ক) বরাইল
খ) কৈলাস
গ) কাঞ্চনজঙ্ঘা
ঘ) গডউইন অস্টিন

উত্তর: খ) কৈলাস

ব্যাখ্যা: ব্রহ্মপুত্র নদ তিব্বতের কৈলাস পর্বতমালার কাছে অবস্থিত চেমায়ুং-দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।

প্রশ্ন ৬৪:
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?
ক) লুসাই
খ) গারো
গ) কেওক্রাডং
ঘ) জয়ন্তিকা

উত্তর: খ) গারো

ব্যাখ্যা: পাহাড় ও পর্বতের সংজ্ঞানুযায়ী, বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হলো ময়মনসিংহ অঞ্চলের গারো পাহাড়। তবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো বান্দরবানের তাজিংডং (বিজয়)।

প্রশ্ন ৬৫:
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
ক) শীতলক্ষ্যা
খ) বুড়িগঙ্গা
গ) মেঘনা
ঘ) তুরাগ

উত্তর: খ) বুড়িগঙ্গা

ব্যাখ্যা: ঢাকা শহরকে বুড়িগঙ্গা নদীর ভাঙন ও বন্যা থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ আমলে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল।

প্রশ্ন ৬৬:
বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত?
ক) প্রায় ৪৭৯৭ জন
খ) প্রায় ৪৫৭২ জন
গ) প্রায় ৯৭৯১ জন
ঘ) প্রায় ৮২১২ জন

উত্তর: ক) প্রায় ৪৭৯৭ জন (তৎকালীন প্রেক্ষাপটে)

ব্যাখ্যা: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩-এর তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসক প্রতি জনসংখ্যা ১৪৯৬ জন।

প্রশ্ন ৬৭:
চলন বিল কোথায় অবস্থিত?
ক) রাজশাহী জেলায়
খ) রাজশাহী ও নওগাঁ জেলায়
গ) পাবনা ও নাটোর জেলায়
ঘ) নাটোর ও নওগাঁ জেলায়

উত্তর: গ) পাবনা ও নাটোর জেলায়

ব্যাখ্যা: বাংলাদেশের বৃহত্তম বিল, চলন বিলের大部分 পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলা জুড়ে বিস্তৃত।

প্রশ্ন ৬৮:
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
ক) ২৪.৭ কিলোমিটার
খ) ২১.০ কিলোমিটার
গ) ১৯.৩ কিলোমিটার
ঘ) ১৬.৫ কিলোমিটার

উত্তর: ঘ) ১৬.৫ কিলোমিটার

ব্যাখ্যা: ভারতের নির্মিত ফারাক্কা বাঁধটি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১৬.৫ কিলোমিটার বা ১০.২৫ মাইল দূরে গঙ্গা নদীর উপর অবস্থিত।

প্রশ্ন ৬৯:
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক) কুড়িগ্রাম
খ) নীলফামারী
গ) ঠাকুরগাঁও
ঘ) লালমনিরহাট

উত্তর: ঘ) লালমনিরহাট

ব্যাখ্যা: দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত।

প্রশ্ন ৭০:
সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
ক) ৩৮০০ বর্গ কিলোমিটার
খ) ৪১০০ বর্গ কিলোমিটার
গ) ৫৮০০ বর্গ কিলোমিটার
ঘ) ৬৯০০ বর্গ কিলোমিটার

উত্তর: গ) ৫৮০০ বর্গ কিলোমিটার (বাংলাদেশ অংশের কাছাকাছি)

ব্যাখ্যা: সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কি.মি., যার মধ্যে বাংলাদেশ অংশের আয়তন ৬০১৭ বর্গ কি.মি.। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ৫৮০০ সবচেয়ে কাছাকাছি।

প্রশ্ন ৭১:
‘Stagflation’ বলতে বোঝায় -
ক) Controlled price
খ) Economic slow down
গ) A disintegrating government
ঘ) Cultural dullness

উত্তর: খ) Economic slow down

ব্যাখ্যা: Stagflation এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে মুদ্রাস্ফীতি (inflation) এবং অর্থনৈতিক স্থবিরতা (stagnation) বা বেকারত্ব একই সাথে উচ্চ হারে বিদ্যমান থাকে।

প্রশ্ন ৭২:
What is the meaning of the word ‘scuttle’?
ক) to tease
খ) abandon
গ) Pile up
ঘ) gossip

উত্তর: খ) abandon

ব্যাখ্যা: Scuttle শব্দটির একটি অর্থ হলো তড়িঘড়ি করে পালানো বা পরিত্যাগ করা, যা abandon শব্দের সমার্থক।

প্রশ্ন ৭৩:
What is the meaning of the word ‘stanch’?
ক) to reinforce
খ) be weak
গ) smooth out
ঘ) put an end to

উত্তর: ঘ) put an end to

ব্যাখ্যা: Stanch শব্দের অর্থ কোনো কিছুর প্রবাহ (বিশেষ করে রক্ত) বন্ধ করা বা রোধ করা, যা 'put an end to' বা শেষ করার সমার্থক।

প্রশ্ন ৭৪:
What is the meaning of the word ‘belated’?
ক) complaining
খ) off hand
গ) weak
ঘ) tardy

উত্তর: ঘ) tardy

ব্যাখ্যা: Belated শব্দের অর্থ বিলম্বিত বা দেরিতে আগত। Tardy শব্দেরও একই অর্থ—ধীর বা মন্হর।

প্রশ্ন ৭৫:
What is the meaning of the word ‘sequences’?
ক) to follow
খ) round up
গ) withdraw
ঘ) question closely

উত্তর: ক) to follow

ব্যাখ্যা: Sequence মানে অনুক্রম বা ধারাবাহিকতা। এর ক্রিয়ারূপ হলো এমনভাবে সাজানো যাতে একটি অন্যটিকে অনুসরণ করে (to follow)।

প্রশ্ন ৭৬:
What is the meaning of the word ‘euphemism’?
ক) vague idea
খ) inoffensive expression
গ) verbal play
ঘ) wise saying

উত্তর: খ) inoffensive expression

ব্যাখ্যা: Euphemism হলো কোনো কঠোর বা অপ্রীতিকর কথার পরিবর্তে কোমল ও শ্রুতিমধুর শব্দের ব্যবহার, যা এক ধরনের শালীন অভিব্যক্তি।

প্রশ্ন ৭৭:
‘The rainbow’ is-
ক) a poem by Wordsworth
খ) a short story by Somerst Maugham
গ) a novel by D.H. Lawrence
ঘ) a verse by Coleridge

উত্তর: গ) a novel by D.H. Lawrence

ব্যাখ্যা: 'The Rainbow' (১৯১৫) ডি. এইচ. লরেন্সের লেখা একটি বিখ্যাত উপন্যাস।

প্রশ্ন ৭৮:
‘Tom Jones’ by Henry Fielding was first published in-
ক) the 1st half of 19th century
খ) the 2nd half of 18th century
গ) the 1st half of 18th century
ঘ) the 2nd half of 19th century

উত্তর: গ) the 1st half of 18th century

ব্যাখ্যা: 'The History of Tom Jones, a Foundling' উপন্যাসটি ১৭৪৯ সালে প্রকাশিত হয়, যা অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধের অন্তর্গত।

প্রশ্ন ৭৯:
The literary work ‘Kubla Khan’ is-
ক) a history by Vincent Smith
খ) a verse by Coleridge
গ) a drama by Oscar Wilde
ঘ) a short story by Somerst Maugham

উত্তর: খ) a verse by Coleridge

ব্যাখ্যা: 'Kubla Khan' রোমান্টিক কবি স্যামুয়েল টেইলর কোলরিজের লেখা একটি বিখ্যাত কবিতা।

প্রশ্ন ৮০:
T.S Eliot was born in-
ক) Ireland
খ) England
গ) Wales
ঘ) USA

উত্তর: ঘ) USA

ব্যাখ্যা: বিখ্যাত কবি টি. এস. এলিয়ট ১৮৮৮ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন, যদিও পরবর্তীতে তিনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন।

প্রশ্ন ৮১:
What was the real name of the great American short writer, ‘O. Henry’?
ক) Samuel L. Clemens
খ) William Sydney Porter
গ) Fitz-James O’Brien
ঘ) William Huntington Wright

উত্তর: খ) William Sydney Porter

ব্যাখ্যা: বিখ্যাত মার্কিন ছোটগল্পকার ও. হেনরি-র আসল নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার।

প্রশ্ন ৮২:
Anything ‘Pernicious’ tends to injure or destroy. Something which has no such harmful effect is-
ক) innocuous
খ) innocent
গ) immaculate
ঘ) salutary

উত্তর: ক) innocuous

ব্যাখ্যা: Pernicious অর্থ ক্ষতিকর। এর বিপরীত হলো এমন কিছু যা ক্ষতি করে না, অর্থাৎ Innocuous (অहानিকর)।

প্রশ্ন ৮৩:
Do not worry, English grammar is not __ to understand.
ক) so difficult
খ) very difficult
গ) too difficult
ঘ) difficult enough

উত্তর: গ) too difficult

ব্যাখ্যা: বাক্যটিতে 'too...to' গঠনটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ 'এতটাই...যে...না'। বাক্যটির অর্থ: ইংরেজি ব্যাকরণ বোঝার জন্য এতটাই কঠিন নয়।

প্রশ্ন ৮৪:
We (not have) a holiday since the beginning of the year.
ক) did not have
খ) have not had
গ) are not having
ঘ) had not had

উত্তর: খ) have not had

ব্যাখ্যা: বাক্যে 'since' + point of time থাকলে বাক্যটি Present Perfect বা Present Perfect Continuous Tense হয়। এখানে Present Perfect Tense (have/has + V3) সঠিক।

প্রশ্ন ৮৫:
If I were you, I (handle) the situation more carefully.
ক) would handle
খ) will handle
গ) handle
ঘ) would have handled

উত্তর: ক) would handle

ব্যাখ্যা: এটি Second Conditional। If-clause এ Past Indefinite (were) থাকলে main clause এ would/could/might + verb এর base form বসে।

প্রশ্ন ৮৬:
It’s time (you realize) your mistakes.
ক) you realized
খ) that you realize
গ) you would realize
ঘ) you have realized

উত্তর: ক) you realized

ব্যাখ্যা: 'It's time' বা 'It's high time' এর পরে subject থাকলে verb এর past form ব্যবহৃত হয়।

প্রশ্ন ৮৭:
We have recently entered __ an agreement with the Inland Co-operative Society.
ক) no preposition
খ) upon
গ) in
ঘ) into

উত্তর: ঘ) into

ব্যাখ্যা: কোনো চুক্তি বা বোঝাপড়ায় আসা বোঝাতে 'enter' এর পর 'into' preposition টি বসে।

প্রশ্ন ৮৮:
The boy from the village said, “I __ starve than beg.”
ক) better
খ) rather
গ) would rather
ঘ) would better

উত্তর: গ) would rather

ব্যাখ্যা: দুটি কাজের মধ্যে একটিকে বেছে নেওয়া বোঝাতে 'would rather...than' ব্যবহৃত হয়। বাক্যটির অর্থ: আমি বরং না খেয়ে থাকব, তবুও ভিক্ষা করব না।

প্রশ্ন ৮৯:
It is too difficult to ‘tolerate’ bad temper for long.
ক) cope up with
খ) put up with
গ) stand up for
ঘ) pull on with

উত্তর: খ) put up with

ব্যাখ্যা: 'Tolerate' শব্দের অর্থ সহ্য করা। 'Put up with' phrasal verb টিরও একই অর্থ।

প্রশ্ন ৯০:
What does the idiom ‘a slow coach’ mean?
ক) an irresponsible person
খ) a careless person
গ) an unthoughtful person
ঘ) a very lazy person

উত্তর: ঘ) a very lazy person

ব্যাখ্যা: 'A slow coach' বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয় যিনি খুব ধীর গতিতে কাজ করেন বা খুবই অলস প্রকৃতির।

প্রশ্ন ৯১:
যদি 3x-y=12 এবং x+2y=-2 এর সমাধান (p,q) হয়, তবে p-q এর মান কত?
ক) 2
খ) -2
গ) 4
ঘ) 6

উত্তর: ঘ) 6

ব্যাখ্যা: সমীকরণ দুটি সমাধান করে পাই, x=p=2 এবং y=q=-4। সুতরাং, p-q = 2 - (-4) = 2 + 4 = 6।

প্রশ্ন ৯২:
একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
ক) শূন্য
খ) ১৪৪
গ) ২৫৬
ঘ) ৪০০

উত্তর: খ) ১৪৪

ব্যাখ্যা:
প্রথম ক্ষেত্রে কমতি = ১০০০০ এর ৪০% = ৪০০০ টাকা।
দ্বিতীয় ক্ষেত্রে প্রথম কমতি = ১০০০০ এর ৩৬% = ৩৬০০ টাকা। বাকি থাকে ৬৪০০ টাকা।
দ্বিতীয় কমতি = ৬৪০০ এর ৪% = ২৫৬ টাকা।
মোট দ্বিতীয় কমতি = ৩৬০০ + ২৫৬ = ৩৮৫৬ টাকা।
পার্থক্য = ৪০০০ - ৩৮৫৬ = ১৪৪ টাকা।

প্রশ্ন ৯৩:
y=3x+2, y=-3x+2 এবং y=-2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?
ক) একটি সমবাহু ত্রিভুজ
খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ
গ) একটি বিষমবাহু ত্রিভুজ
ঘ) একটি সমকোণী ত্রিভুজ

উত্তর: খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ

ব্যাখ্যা: রেখা তিনটির ছেদবিন্দুগুলো বের করে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করলে দেখা যায় দুটি বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।

প্রশ্ন ৯৪:
৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬

উত্তর: গ) ৫

ব্যাখ্যা: log₂32 = log₂(2⁵) = 5 log₂2 = 5 × 1 = 5।

প্রশ্ন ৯৫:
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
ক) ৪
খ) ৬
গ) ৮
ঘ) ১০

উত্তর: খ) ৬

ব্যাখ্যা: জ্যামিতিকভাবে, একটি বৃত্তকে কেন্দ্র করে তার চারপাশে একই ব্যাসার্ধের সর্বোচ্চ ৬টি বৃত্ত রাখা সম্ভব যারা কেন্দ্রীয় বৃত্ত এবং পার্শ্ববর্তী দুটি বৃত্তকে স্পর্শ করবে।

প্রশ্ন ৯৬:
[2-3(2-3)⁻¹]⁻¹ এর মা